ভারতে অক্সিজেনের মহা সংকট ,সাহায্য চাইতে হবে অক্সিজেন এর মালিকের কাছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পুরো বিশ্বকে কোণঠাসা করে ফেলেছে আবার। বিভিন্ন দেশে চলছে লকডাউন। বাংলাদেশে ও লগডাউন চলছে। বিশেষ করে ভারতের অবস্থা খুবই ভয়াবহ হয়ে পড়েছে। অক্সিজেন এর অভাবে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ।
হাসপাতাল গুলোতে কোনো বেড খালি নেই, হাসপাতাল এর সামনে লেখা অক্সিজেন নেই, অক্সিজেন নেই। মানুষ একটুখানি শ্বাস নেওয়ার জন্য হাহাকার করছে। তবুও পাচ্ছে না একটু অক্সিজেন।নিত্য প্রয়োজনীয় ওষুধ পত্র এ অক্সিজেন সিলিন্ডার এর দাম এখন আকাশচুম্বী। হাসপাতালে জায়গা না পেয়ে মানুষ বাড়িতেই যতটুকু সম্ভব চিকিৎসা নিচ্ছে।
চারিদিকে চিৎকার - হাহাকার, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আসছে আকাশ বাতাস। এক সিলিন্ডার অক্সিজেন এর জন্য গুজরাটের এক ব্যবসায়ী নিজের সমস্ত সম্পত্তি লিখে দিতে চেয়ে ও বাঁচতে পারেনি। একটুখানি অক্সিজেন এর কাছে এখন ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, কাড়ি কাড়ি টাকার কোনে মূল্য নেই। সবকিছুর বিনিময়ে হলেও চাই একটু অক্সিজেন।
পার্শ্ববর্তী দেশের এই অবস্থা, আমাদের এখনি সচেতন হতে হবে। না হলে ভবিষ্যতে কি হয় বলা যায় না।
এইতো গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় সাবমেরিন এর ৫৩ জন ক্রু সমুদ্র গর্ভে বিলিন হয়ে গেলেন। বেঁচে থাকার জন্য অক্সিজেন ছিল মাত্র দু ঘন্টার। তাহলে মানুষ কত অসহায় একবার ভাবুন।
এখন একটু গভীর ভাবে চিন্তা করুন, এই যে আমরা প্রতি নিয়ত অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন এক দাম কত!!? পৃথিবীর প্রায় আট বিলিয়ন মানুষ দু ঘন্টা, দু বছর নয়, বছরের পর বছর বিনা পয়সায় অক্সিজেন পাচ্ছে। এক সিলিন্ডার অক্সিজেন এর জন্য সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চাচ্ছি, তাহলে এতো এতো বছরের গ্রহণ করা অক্সিজেন এর দাম চাওয়া হলে আমরা কিভাবে তা পরিশোধ করবো।
এই অক্সিজেন যিনি বানিয়েছেন,নিঃশ্বাসে, নিঃশ্বাসে নেয়ামত দান করেছেন আমাদের, তিনি তো আমাদের কাছে বেশি কিছু চাননি, শুধু তার আনুগত্য স্বীকার করতে বলেছেন, তার দেয়া বিধান মত চলতে বলেছেন। কিন্তু আমরা কি তার কথা মত চলছি? আমরা হাঁটছি উল্টো পথে। তার দেওয়া বিধান মানি না, তার নেয়ামত এর শুকরিয়া আদায় করি না,তার গুনগান গাই না, তাহলেতো তিনি অক্সিজেন তুলে নিবেন ই।
আল্লাহ তায়ালা কোরআনে বলেন
" যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুনে শেষ করতে পারবে না, নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ" - - (সূরা ইবরাহীম, আয়াত ৩৪)
তিনি আরো ইরশাদ করেন,
"আর তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে" - - (সূরা আর রাহমান)
তাই আসুন আমরা সেই মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করি, তার কাছে সাহায্য চাই, তার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালন করি, আর সচেতন হয়ে চলি, ভাইরা আসুন আল্লাহর পথে আসি,
অন্যান্য ধর্মের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এক আল্লাহ্র প্রতি ঈমান এনে ইসলামের পথে আসুন, হিন্দু ভাইদের বলছি একটু ভাবুন, এই যে অক্সিজেন এর জন্য এতো হাহাকার এই অক্সিজেন কিন্তু অদৃশ্য, আর যিনি অক্সিজেন বানিয়েছেন তিনি ও অদৃশ্য।
সুতরাং যে মুর্তির কোনো ক্ষমতা নেই সে মূর্তির পূজা বাদ দিয়ে অদৃশ্য শক্তি এক আল্লাহ্র প্রতি ঈমান এনে ইসলামের পথে আসুন। তিনিই একমাত্র পারেন আমাদের এই সংকট থেকে উদ্ধার করতে।
নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি
বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি।
সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ন
তোমার মিজানে মেপো না আমায় প্রভু,
গোপনে ক্ষমা করে দিয়ো তুমি।
আরো পড়ুন: কিভাবে ফোনের সকল পর্ন সাইট বন্ধ করবেন
Comments
Post a Comment