মোবাইলের সকল পর্ন সাইট বন্ধ করুন মাত্র এক মিনিটে(close all porn sites only 1 minutes)
বর্তমান যুগ ইন্টারনেট এর যুগ। আমাদের দৈনন্দিন অনেক কাজ ই ইন্টারনেট এর সাথে জড়িত। ইন্টারনেট ছাড়া এখন আমাদের একদিন ও চলা সম্ভব না। কিন্তু ইন্টারনেট আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সেটা আমাদের ব্যবহার এর ওপর নির্ভর করে। ।
বিভিন্ন সময়ে অনাকাঙ্খিতভাবে বিভিন্ন পর্ন সাইট ওপেন হয়ে যায় যা খুবই বিরক্তিকর এবং বিব্রতকর। অনেকে আবার পর্ন আসক্ত। বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল । গেম, কার্টুন, ইউটিউব, অনলাইন ক্লাশ ইত্যাদির কারনে বাচ্চাদের হাতে সহজেই মোবাইল জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানা অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে যা খুবি বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশ এর জন্য খুবই ভয়ঙ্কর ।
এই বিব্রতকর অবস্থা থেকে বাঁচতে
মোবাইলে একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কোনো আজেবাজে সাইট ওপেন হবে না। সকল পর্ন সাইট বন্ধ হয়ে যাবে। এমনকি সার্চ করলে ও খুজে পাওয়া যাবে না। কিভাবে সেটিংসটি করবেন তা আপনাদের এখন বলনো। নিজে করুন ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। আগামী প্রজন্ম গড়ে উঠুক সুস্থ মস্তিষ্কে।
সেটিংস বিস্তারিত :
-----------------------
প্রথমে আপনার ফোনের wireless and network অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর private DNS অপশনটি খুজে বের করুন। কিছু কিছু ফোনের private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্ন সাইট বন্ধ করতে মুলত আপনার private DNS অপশনটি দরকার। এখন private DNS অপশনটি খুঁজে বের করে তাতে ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে। এর মধ্যে একটি অপশন এডিট করা যায়। যেটিতে এডিট করা যায় সেটিতে -
adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে নিন। আপনার কাজ শেষ, এখন ফোনের সকল পর্ন সাইট বন্ধ হয়ে যাবে, সার্চ করলে ও কেনো পর্ন সাইট খুঁজে পাওয়া যাবে না। নিচের ছবির মাধ্যমে দেখুন কিভাবে করবেন।
Comments
Post a Comment