আসসালামুআলাইকুম

 বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। শুকরিয়া আদায় করছি সেই মহান প্রভুর যিনি সৃষ্টি করেছেন এই আসমান-জমিন, গ্রহ-নক্ষত্র, আলো-বাতাস, মাটি, জীবজগৎ ও জানা অজানা সকল কিছু। যিনি সকল কিছুর নিয়ন্ত্রণ করছেন অতি সূক্ষ্ম ভাবে। যিনি আমাদের রিজিকের মালিক। আমরা তো আছি মোহের ভিতর। তার এই বিপুল নেয়ামত ভক্ষণ করে কতটুকু বা শুকরিয়া আদায় করি? অথচ ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন। স্রষ্টার সৃষ্টি সম্পর্কে গভীর ভাবে জানতে চাইলে আপনি ভ্রমণ করুন পাহাড়, নদী, সাগর, ঝর্ণা, ইত্যাদি। এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখে যেমন আপনার মন জুড়ে যাবে তেমন সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে গভীর অনুধাবন করতে পারবেন। আমার এই সাইটে  মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে লিখবো, আপনাদের সাড়া আশা করছি। আসলে লেখার জন্য উন্মুক্ত পরিবেশ প্রয়োজন, যা ব্লগে সম্ভব। সে জন্যই এই সাইট খোলা। যাইহোক আজ এখানেই ইতি টানতে চাই।

আল্লাহ হাফেজ

Comments

Popular posts from this blog

মোবাইলের সকল পর্ন সাইট বন্ধ করুন মাত্র এক মিনিটে(close all porn sites only 1 minutes)

ভারতে অক্সিজেনের মহা সংকট ,সাহায্য চাইতে হবে অক্সিজেন এর মালিকের কাছে