ভারতে অক্সিজেনের মহা সংকট ,সাহায্য চাইতে হবে অক্সিজেন এর মালিকের কাছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পুরো বিশ্বকে কোণঠাসা করে ফেলেছে আবার। বিভিন্ন দেশে চলছে লকডাউন। বাংলাদেশে ও লগডাউন চলছে। বিশেষ করে ভারতের অবস্থা খুবই ভয়াবহ হয়ে পড়েছে। অক্সিজেন এর অভাবে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। হাসপাতাল গুলোতে কোনো বেড খালি নেই, হাসপাতাল এর সামনে লেখা অক্সিজেন নেই, অক্সিজেন নেই। মানুষ একটুখানি শ্বাস নেওয়ার জন্য হাহাকার করছে। তবুও পাচ্ছে না একটু অক্সিজেন।নিত্য প্রয়োজনীয় ওষুধ পত্র এ অক্সিজেন সিলিন্ডার এর দাম এখন আকাশচুম্বী। হাসপাতালে জায়গা না পেয়ে মানুষ বাড়িতেই যতটুকু সম্ভব চিকিৎসা নিচ্ছে। চারিদিকে চিৎকার - হাহাকার, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আসছে আকাশ বাতাস। এক সিলিন্ডার অক্সিজেন এর জন্য গুজরাটের এক ব্যবসায়ী নিজের সমস্ত সম্পত্তি লিখে দিতে চেয়ে ও বাঁচতে পারেনি। একটুখানি অক্সিজেন এর কাছে এখন ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, কাড়ি কাড়ি টাকার কোনে মূল্য নেই। সবকিছুর বিনিময়ে হলেও চাই একটু অক্সিজেন। পার্শ্ববর্তী দেশের এই অবস্থা, আমাদের এখনি সচেতন হতে হবে। না হলে ভবিষ্যতে কি হয় বলা যায় না। এইতো গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় সাবমেরিন এর ৫৩ জন ...